তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ করেছেন যে, তুমি গৃহ নির্মাণ কর পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে।এরপর প্রত্যেক ফল হতে আহার কর, অতঃপর তোমার প্রতিপালকের (শিখানো)সহজ পদ্ধতি অনুসরণ কর; ওর পেট হতে নির্গত হয় নানা রঙের পানীয়; যাতে মানুষের জন্য রয়েছে রোগমুক্তি। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা নাহল,৬৮-৬৯